ক্যাম্পাসে মাদকসেবীর আড্ডা বন্ধে ব্যর্থতা, নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষকরা সমস্যা সমাধানে এক দিন সময় চাইলে বিকালে অবরোধ তুলে নেন। ছাত্রদের আনা অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ প্রফেসর আবদুল আওয়াল বলেন, সব অর্থ ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়। ফলে আত্মসাতের কোনো সুযোগ নেই।