উৎসব মুখর পরিবেশে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের ভোট নেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেয়া হয়। নির্বাচনে সভাপতি পদে ৫ ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন উপলক্ষ্যে বিএম কলেজে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নির্বাচন শেষে সভাপতি রাকিব বলেন, আমাদের কমিটমেন্ট ছিলো সারাদেশে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি পরিচালনা করবো। তারই ধারাবাহিকতায় বরিশাল বিএম কলেজ ছাত্রদলের কাউন্সিল উপলক্ষ্যে একটি উৎসবমুখর পরিবেশ হয়েছে। এতে বিএম কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ভোট দিয়েছেন। তাদের সাথে সাথে সাধারন শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। কারণ হলো ভোট প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। এ ধরনের নির্বাচনের মাধ্যমে সকল শিক্ষার্থীদের মতামত প্রধান্য দেয়া হয়। এই কারণে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে ক্যাম্পাসে কাজ করতে বাধ্য হয়।
ছাত্রদল নেতা লিমন সাহা কানু জানিয়েছেন, সুশৃঙ্খল পরিবেশে কলেজের কলা ভবন ১ ও ৩ নম্বর ভবনের ৬টি বুথে ভোট দিয়েছেন। নির্বাচনে ভোটার ছিলেন ২৪৯৮ জন। এর মধ্যে ২১০০ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মনজুরুল আলম রিয়াদ ও প্রধান রিটানিং কর্মকর্তা ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল।
বিডি প্রতিদিন/নাজমুল