শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ‘প্রহসনের নির্বাচন, মানি না মানবো না,’ ‘একপাক্ষিক নির্বাচন, মানিনা মানবোনা’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়া সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।
এসময় ইসলামী ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম বলেন, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের চাওয়া শাকসু নির্বাচন যেন ১০ ডিসেম্বর হয়। কিন্তু প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন ১৭ তারিখ করতে চাচ্ছে। যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিবে না।
তিনি আরও বলেন, বছরের শেষে ডিসেম্বরে শিক্ষার্থীরা কয়েকদিন ছুটি পেয়ে থাকেন। এই সময়টাতে অনেকে বাড়িতে যান, পরিবারের সাথে সময় কাটান। কিন্তু নির্বাচনের দোহাই দিয়ে শীতকালীন ছুটি পেছানো হয়েছে যা শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রহসন। আমরা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার চাই।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা গত সপ্তাহ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের দাবি আদায় করতে। দশ তারিখে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন অধিকাংশ শিক্ষার্থীর মতামতকে প্রাধান্য দিচ্ছেন না। প্রশাসন যে সময়ে নির্বাচন আয়োজন করতে চায়, সে সময় নানা ধরনের ছুটি রয়েছে। দশ তারিখের পর কেউ ক্যাম্পাসে থাকবেও না। তাই আমরা চাই দশ তারিখেই যেন নির্বাচন তারিখ ঘোষণা করা হয়।
এর আগে সকাল থেকে শীতকালীন ছুটি বাতিল ও দশ তারিখের মধ্যে নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে অধিকাংশ শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা রয়েছে। তবে শাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্ধারিত সময় থেকে শীতকালীন ছুটি এক সপ্তাহ পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/কামাল