আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে আজ সোমবার রাত ৮টা থেকে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত শেখ মুজিবুর রহমান হলের পকেট গেইট বন্ধ থাকবে।
এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত