উত্তরবঙ্গের উচ্চশিক্ষা খাতে দীর্ঘদিনের বাজেট বৈষম্যের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ (বেরোবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার (২৮ জুলাই) ঢাকা-রংপুর মহাসড়কের মডার্ন মোড় অবরোধ করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মডার্ন মোড়ে গিয়ে অবরোধ কর্মসূচিতে রূপ নেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। এতে একাত্মতা প্রকাশ করেন রংপুরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কর্মসূচি চলাকালে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘দেশের উত্তরাঞ্চলের এই বৃহৎ বিশ্ববিদ্যালয়টি বরাবরই অবহেলিত। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ২৮৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও শহীদ আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন বাজেট নেই। জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ সবার আগে রক্ত দিয়েছিল।’
অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন এবং জানান- এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে উত্তরবঙ্গজুড়ে ব্লকেড ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এছাড়া, মঙ্গলবার রংপুর বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ শহীদ আবু সাঈদ চত্বরে একত্রিত হয়ে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলেও জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ