ফরিদপুরের নগরকান্দার কৃষ্ণারডাঙ্গী স্কুল মাঠে শুরু হয়েছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকার শুক্রবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক দুই প্রধান শিক্ষক বাবু সুকুমার চন্দ্র সাহা ও মদন কুমার সাহা।
কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হানিফ মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদ মোল্লাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় গোপালগঞ্জ জেলা দল ও খুলনা জেলা দল। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ এ খেলায় গোপালগঞ্জ জেলা দল ২-১ গোলে খুলনা জেলা দলকে পরাজিত করে। গজারিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে নক আউট ভিক্তিক এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৮টি দল অংশ নিচ্ছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে খেলা দেখতে দর্শকদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে মুক্ত রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে ফুটবলকে ছড়িয়ে দিতেই এ টুর্নামেন্টের আয়োজন।
বিডি প্রতিদিন/জামশেদ