ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর নিলক্ষী এলাকায় একটি জরাজীর্ণ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। ফুলগাজী-রাজেশপুর সড়কে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদের পূর্ব পাশের ব্রিজটি ২০২৪ সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটির পশ্চিম অংশ এখন ভেঙে পড়ার উপক্রম।
ব্রিজটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ- বিশেষ করে নিলক্ষী, গাবতলা, মনতলা, মান্দারপুর, সোনাপুর ও রাজেশপুর এলাকার সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা যাতায়াত করেন। বর্তমানে ব্রিজটির এমন দুরবস্থা যে, ভারী যানবাহন তো দূরের কথা, হালকা যানবাহন ও পথচারীরাও চরম ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।
নিলক্ষী গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ‘আমাদের ছেলে-মেয়েরা প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হয়ে স্কুল-কলেজে যাচ্ছে। এখানে রয়েছে নিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিলক্ষী অধ্যক্ষ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান- যেগুলোর শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই সড়ক ব্যবহার করে।’
স্থানীয় বাসিন্দা মো. সুমন অভিযোগ করেন, ‘বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছে গিয়েছি, সবাই শুধু আশ্বাস দিয়েছে। বাস্তবে কোনো উদ্যোগ চোখে পড়েনি। বাধ্য হয়ে আমরা এখন সংবাদকর্মীদের দ্বারস্থ হয়েছি।’
এদিকে, সিএনজি চালক মো. আবদুল করিম বলেন, ‘এই ব্রিজ দিয়ে গাড়ি চালানো মানে জীবনের ঝুঁকি নেওয়া। অনেকবার গাড়ির চাকা ফেঁসে গিয়ে যাত্রী নামিয়ে দিতে হয়েছে মাঝপথে। বিকল্প রাস্তাও নেই।’
নিলক্ষী অধ্যক্ষ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. হাসান বলেন, ‘প্রতিদিন এই ব্রিজ পার হয়ে স্কুলে যাই। ব্রিজের লোহার রড বের হয়ে আছে, ঢালাই ভেঙে পড়েছে। খুব ভয় লাগে, তবুও যেতে হয়।’
ব্রিজটির বিপজ্জনক অবস্থার কারণে বড় কোনো যানবাহন এখন চলাচল করতে পারছে না। এতে পণ্য পরিবহন ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।
বিষয়টি নিয়ে ফুলগাজী উপজেলা প্রকৌশলী আসিফ মোহাম্মদ জানান, ‘ব্রিজটির একপাশ দেবে গেছে। আমরা মেরামতের জন্য প্রস্তাব পাঠিয়েছি। দ্রুত কাজ শুরুর বিষয়ে ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করা হয়েছে। তার আগেই কোনো সাময়িক সমাধান করা যায় কিনা, তাও বিবেচনায় আছে।’
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ব্রিজটির সংস্কার কাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ