নিজ ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী। এসময় ছিনতাইকারী ওই নারী শিক্ষার্থীর ফোন নিয়ে যায়।
সোমবার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বলেন, ‘সকালে আনুমানিক সোয়া ১০টার দিকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পেছনের রাস্তা দিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম। এমন সময় শহীদ মিনারের সংলগ্ন এলাকায় আমি একজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি। এরপর ওই ছেলে হঠাৎ করে সামনে এসে চিৎকার করবেন না বলে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে শহিদ মিনারের পাশের জঙ্গলের দিকে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘আমি এরপর প্রক্টর অফিসে যোগাযোগ করেছি। তারা কয়েকটি সিসি টিভি ফুটেজ চেক করেছেন। তবে ওই এলাকায় কোন সিসি টিভি সচল নেই বলে জানতে পারি। স্যার আমাকে থানায় জিডি করতে বলেছেন। আমি থানায় জিডি করতে যাচ্ছি।’
ছিনতাইয়ের সময় ওই নারী শিক্ষার্থী চিৎকার করলেও আশেপাশে কোন নিরাপত্তারক্ষী বা কাউকে পাওয়া যায়নি বলে জানা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে যোগাযোগ করলে ওই এলাকার সিসি ক্যামেরা সচল নেই বলে জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন শিকদার বলেন, ‘সকালে শহীদ মিনার এলাকা দিয়ে যাওয়ার সময় তার ফোন ছিনতাই হয়। আমাকে জানানোর পর তাকে জিডি করতে বলছি। এখন পর্যন্ত অপরাধী শনাক্ত করা যায়নি। পুলিশের সাথে কথা বলে আমরা অপরাধী শনাক্ত করার চেষ্টা করবো।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন