ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও প্রক্টরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।
বক্তব্যে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু তা হয়নি। সম্প্রতি পারভেজকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর এবার সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “সামনে জাকসু নির্বাচন। কিন্তু এখনও ছাত্রলীগের নেতাকর্মীরা হলগুলোতে অবস্থান করছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা চাই—নির্বাচনের আগেই এদের বিচারের আওতায় এনে ক্যাম্পাসকে নিরাপদ করা হোক।”
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবিব হিরন বলেন, “সাম্য হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা। ছাত্রদলের মনোবল ভেঙে দিতে এই হামলা চালানো হয়েছে। সাম্য শুধু সংগঠনের নেতা নয়, তিনি ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সামনের কাতারের একজন কর্মী। অথচ, তার নিরাপত্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। আমরা ঢাবি উপাচার্যের পদত্যাগ ও সাম্য হত্যার বিচার দাবি করছি।”
বিডি প্রতিদিন/আশিক