বাংলাদেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে রাজপথের আন্দোলনের সূতিকাগার মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জবি ছাত্রদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও জবি ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, জুলাই বিপ্লবে ছাত্রলীগের যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর নেক্কার হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন বানচাল করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে। এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের সকল নেতাকর্মীদের আবারও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশ ছাত্রদলের প্রতিটি আন্দোলনে অংশীদারীত্ব হয়ে আমরা সবসময়ের মতো জগন্নাথকে পাশে চাই। আন্দোলন-সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে সকল ইউনিটে তাদের মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে কোনো বৈষম্য করা হবে না।
এ সময় ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন অতিথিরা। এছাড়া গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি কামনা করেন বক্তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে শাখা ছাত্রদলের সাবেক-বর্তমান বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ