ঠিকাদার হটাও, আউটসোর্সিং কর্মচারী বাঁচাও-এই শ্লোগানকে সামনে রেখে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থানীয়করণের দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের সকল আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করার দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি রাজধানীতে বিগত কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও হামলায় আহতদের সুচিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি ও মানববন্ধন শেষ হাসপাতাল চত্ত্বরে একটি প্রতিবাদ র্যালি করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের আউটসোর্সিং-এ নিয়োজিত ৩৮৪জন বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ।
বিডি প্রতিদিন/হিমেল