নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের দুই দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল তিনটায় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান (বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, ঢাকা সেনানিবাস)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন বেগম ইসরাত জাহান।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বুধবার বেলা ১১টায় উদ্বোধনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম মনিরুজ্জামান (এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি)। ওই দিন বিশেষ অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেগম আরিফা সুলতানা।