স্থাপনা ভাড়া নিয়ে বা নিজেদের স্বল্প পরিসরের স্থানে পণ্য উৎপাদন করতে নানা সমস্যার মুখে পড়ছেন বরিশালের ক্ষুদ্র উদ্যোক্তারা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশালে প্লট বরাদ্দ নেওয়ারও সামর্থ্য নেই তাদের। এ পরিস্থিতিতে বিসিক এলাকায় স্থাপনা তৈরি করে সেখানে সহজ শর্তে স্টল বা কক্ষ ভাড়া দেওয়ার দাবি অর্ধশত উদ্যোক্তার। বিসিকের এক কর্মকর্তা বলেন, বরিশাল বিসিকে ৪৭০টি প্লটের মধ্যে ৯৩টি খালি রয়েছে। এগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য শেড তৈরি করে ভাড়া দেওয়া যায়। শিল্প মন্ত্রণালয় বরাদ্দ দিলে স্থাপনা নির্মাণ সম্ভব। এতে অল্প ভাড়ায় কোনো ঝামেলা ছাড়াই পণ্য উৎপাদন করতে পারবেন উদ্যোক্তারা। তাছাড়া স্থাপনা ভাড়া দিয়ে আয়ের সুযোগ তৈরি হবে বিসিকের। বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান নীতিমালায় বিসিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য শেড তৈরি করে ভাড়া দেওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে। বিসিকের কেন্দ্রীয় দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী শেড তৈরি করা হবে।