বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিব, তবুও ভারতের কর্তৃত্ববাদ স্বার্থক হতে দিব না। তিনি বলেন, ভারত মনগড়া আইন তৈরি করে ওয়াকফ বিল নিয়ে যে অত্যাচার করছে, তারই প্রতিবাদ করতে গিয়ে হাজার হাজার মুসলিম নির্যাতনের শিকার হচ্ছে।
শনিবার বিকালে গাজায় বর্বরোচিত গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক শাহজাহান মিঞা আরও বলেন, গাজায় অত্যাচারের বিরুদ্ধে সকলে সোচ্চার হয়েছে। ওয়াদা করছি, ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করবো না। বাংলাদেশের মুসলিমসহ সারা দুনিয়ার মুসলিম জেগেছে, অবশ্যই এর শেষ পরিণতি করুণ হবে এবং তাদেরকে শাস্তি পেতে হবে।
শিবগঞ্জ উপজেলা ‘ওলামায়ে কেরাম’ এ অনুষ্ঠানের আয়োজন করে। শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবীবুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ কাঁচা বাজার জামে মসজিদের ইমাম আবদুর রউফ, উপজেলা মডেল মসজিদের ইমাম উমর ফারুক, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল, শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আবদুর রউফ প্রমুখ।
এর আগে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল