বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু বিগত ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে। সার্বজনিন শিক্ষা ব্যবস্থা করা হয়নি। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিগত সরকার শিক্ষার মান উন্নয়ন করেনি। শুধু পাশের হার বাড়িয়েছে। আর পাশের হার বাড়িয়ে তারা বুঝাতে চেয়েছে তাদের আমলে শিক্ষার মান উন্নত হয়েছে। কিন্তু বাস্তবে শিক্ষার গুনগত মান বাড়েনি।
আজ শনিবার সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত বিশ্ববিদ্যালয় পরিক্রামা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় পরিক্রামা এর প্রধান সম্পাদক হারুন আর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিটি কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আজাদ, শহীদ আসাদ কলেজিয়েট এন্ড গাল্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হারিজ রিকাবদার, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান, ওয়াল্ড ইউনিভার্সি অব বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক কাজি হাসান রবিন, মাধকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: সামসুল আলম, ইঞ্জিনিয়ার মো: আবেদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল