নাটোরের বড়াইগ্রামের সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুঁইকে হত্যার ঘটনায় পাঁচ শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা তদন্তের স্বার্থে এখনই বলতে রাজি হয়নি আইন শৃঙ্খলাবাহিনী।
শনিবার(১৯ এপ্রিল) দুপুরে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বড়াইগ্রাম থেকে ১৪ এপ্রিল নিখোঁজ হওয়া শিশু জুঁইকে ১৫ এপ্রিল সকালে মৃত অবস্থায় পাবনা থানার চাটমোহর এলাকায় উদ্ধার সংক্রান্ত মামলায় বড়াইগ্রাম থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করে হেফাজতে আনা হয়েছে। সবাই শিশু হওয়ায় নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। গ্রেফতারকৃতরা শিশু জুই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, মামলাটি চাটমোহর থানায় রুজু হওয়ায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী অভিযানিক কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
উলেখ্য, এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের শিশু জুঁই দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন জুঁই ওখানে যায়নি। এরপর চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে পাশ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের একটি ভুট্টক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। ঐ দিন রাতে জুঁইয়ের মা বাদি হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/নাজিম