কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বর্তমান সরকারের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া যেন থাকে তাদের প্রধান টার্গেট। বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার দরকার। বাংলাদেশে এখন একটি সুন্দর নির্বাচন দরকার।
শনিবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কালকিনি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান তালুকদার বলেন, বর্তমানে যারা সরকারে আছেন, তারা অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন। দেশের জন্য, দেশের মানুষের ভালোর জন্য কাজ করছেন। তাদের ব্যস্ততায় প্রথমে যেন থাকে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন। ভোট অধিকার ফিরিয়ে দেওয়া যেন থাকে তাদের প্রধান টার্গেট, বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার দরকার। বাংলাদেশে এখন একটি সুন্দর নির্বাচন দরকার
দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস সিকদার, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সীসহ অনেকেই।
বিডি প্রতিদিন/এমআই