কক্সবাজারের চকরিয়ায় নৌ-বাহিনীর সৈনিক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কালো রঙের এন্টিনা বিহীন মটরোলা ওয়াকিটকি ওয়ারলেস সেট ও পিবিআইয়ের মনোগ্রাম স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এসএম রাকিব উর রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে চকরিয়া থানায় প্রেস বিফ্রিংয়ে তিনি জানান, শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে চকরিয়া পৌরসভার আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের তারাইল উপজেলা তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মোহাম্মদ মিজান (৩৬) ও পটুয়াখালী সদরের ৬নম্বর ওয়ার্ডের তিতাস সিনেমা মোড়ের ঝাউতলা রোড এলাকার মৃত নাছির উদ্দিনের মেয়ে মৌসুমী বেগম প্রকাশ মৌ (২৭)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নৌ-বাহিনীর সৈনিক পরিচয়ে বিভিন্ন ফটোগ্রাফির দোকান থেকে দামি দামি ক্যামেরা ভাড়া নিতেন। একই নিয়মে চকরিয়া পৌরশহরের আনোয়ার শফি কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট নামক একটি ফটোগ্রাফির দোকান থেকে নৌবাহিনীর সৈনিক পরিচয়ে ক্যামেরা ভাড়া নেয় ধৃত দুই নারী-পুরুষ। পরে ক্যামরাগুলো বিক্রি করে দিয়ে অন্যত্রে চলে যান। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে দোকানের মালিক পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে।
তিনি জানান, গ্রেপ্তার দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। দু’জনরই দ্বিতীয় বিয়ে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/নাজিম