জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ২০০৮ এ ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' ও মইনুদ্দিন ফখরুদ্দিনের যৌথ প্রযোজনার নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের তিনটি নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটাধিকারের নির্বাচন দাবি করছি। প্রথমে স্থানীয়, তারপরে জাতীয় নির্বাচনেরও দাবি করি।
শনিবার দিনব্যাপী জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত সদস্য শিক্ষা শিবিরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চায়। দেশ হবে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত। আগামীতে আধুনিক, মানবিক ও উন্নত দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জামায়াত নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মাওলানা আতাউর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল