বিএনপির দু'পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল কর্মী জসিম উদ্দিন বেপারী হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে এ হত্যাকাণ্ডের জন্য বিএনপি নেতা গাজী মোস্তফা কামাল ও কৃষকদল নেতা জিএম শামিমকে দায়ী করে বিচার দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন নিহত জসিমের মা সুরাইয়া বেগম, স্ত্রী তাসলিমা আক্তার, বোন মুন্নি আক্তার, ছেলে হৃদয়, মেয়ে মীম আক্তার ও চাচাতো বোন সাহারা বেগম প্রমুখ।
স্বজনরা জসিমের খুনিদের ফাঁসি দাবি করে বলেন, জসিম নির্দোষ, যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। ৪ ছেলেমেয়েকে নিয়ে পরিবারের এখন মাথা গোজাবার ঠাই নাই। বিএনপি করাতেই কাল হলো তার।
নিহত জসিম উত্তর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ও রায়পুর উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ছিলেন। তিনি পেশায় ঢালাই শ্রমিক ছিলেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ এপ্রিল বিএনপির দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় কৃষকদল নেতা জিএম শামীম ও মোস্তফা গাজীর লোকজন জসিমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ১৪ এপ্রিল রাজধানীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল। ১৬ এপ্রিল তার বাবা ফজল করিম বেপারী বাদী হয়ে ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোস্তফা কামাল ও রায়পুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীমসহ ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল