খানসামা সদরে ২০ শয্যা হাসপাতালটি জনবল নিয়োগ না দিয়েই ২০২১ সালে উদ্বোধন করা হয়। এ কারণে শুরু থেকেই চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০২১ সালের ১৫ নভেম্বর জনবল নিয়োগ না দিয়েই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় হাসপাতালটি। হাসপাতালটিতে আধুনিক অবকাঠামো, যন্ত্রপাতি থাকলেও নেই কোনো কার্যক্রম। এক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বহির্বিভাগে রোগীদের জরুরি সেবা ও ওষুধপত্র দেওয়া হতো। বেশ কিছুদিন সেবার পর তা বন্ধ হয়ে যায়। এর পর প্রায় সাড়ে তিন বছর ধরে সেখানে সব ধরনের সেবা বন্ধ রয়েছে। এতে যন্ত্রপাতি নষ্টের আশঙ্কা করছেন। কিছু জিনিস চুরিও হয়েছে। হাসপাতালটি চালুর জন্য বারবার চিঠি দেওয়া হলেও চালু হয়নি। স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে পাকেরহাটে অবস্থিত। ২০ শয্যার এ হাসপাতাল চালু হলে খানসামার গোবিন্দপুর, টংগুয়া, বেলপুকুর, হোসেনপুর, জাঙ্গিলপুর, তুলশিপুর, বাশুলী, জয়গঞ্জসহ পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলা, দেবিগঞ্জ ও নীলফামারী উপজেলার অনেক মানুষের চিকিৎসাসেবা মিলবে। সংশ্লিষ্টরা জানান, হাসপাতালটিতে আধুনিক অবকাঠামো, যন্ত্রপাতি থাকলেও নেই কোনো কার্যক্রম। দেখা যায়, জনবলসংকট থাকা এই হাসপাতালে তালাবদ্ধ অধিকাংশ দরজা। মাঝে মাঝে বদ্ধ রুমগুলো খোলা হলেও হাসপাতালে নেই তেমন কোনো কার্যক্রম। সাধারণত হাসপাতালটিতে একজন আবাসিক চিকিৎসক, কনিষ্ঠ বিশেষজ্ঞ পদে চারজন, সহকারী সার্জন পদে একজন, জ্যৈষ্ঠ সেবিকা পদে ছয়জন, মেডিকেল টেকনোলজিস্ট পদে একজন ও ফার্মাসিস্ট পদে একজন, অফিস সহকারী, ল্যাব অ্যাটেনডেন্টসহ অনিয়মিত পদে ওয়ার্ড বয়, আয়া, এমএলএসএস, নিরাপত্তাকর্মী ও সুইপারপদ বিভিন্ন পদে আরও ১১ জন জনবল থাকার কথা। উদ্বোধনের পর উপজেলা হাসপাতালের কয়েকজনকে দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। হাসপাতালটি দুই তলাবিশিষ্ট চিকিৎসা কেন্দ্র। এ ছাড়া রয়েছে তিনটি দুই তলাবিশিষ্ট আবাসিক ভবন, রান্নাঘর, গ্যারেজসহ অন্যান্য অবকাঠামো। পানি সরবরাহ লাইন নষ্ট। কর্মচারীদের আবাসিক ভবনটিও বন্ধ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, জনবল অভাবে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি সেবা বন্ধ রয়েছে। যন্ত্রপাতিও মিসিং হয়েছে বলে জানতে পেরেছি। সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর্থিক কোড চালুসহ জনবল নিয়োগের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
শিরোনাম
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
- জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
- অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
জনবল নিয়োগ না দিয়েই উদ্বোধন
খানসামায় ২০ শয্যার হাসপাতাল সাড়ে তিন বছরেও চালু হয়নি
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর