সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের মর্যাদা সুরক্ষায় সক্রিয় নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাংবাদিকদের জন্য একটি সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশে আগ্রহী সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের কম্পিউটার এবং সেলফোন সম্পূর্ণ ‘ক্লিন’ রাখতে হবে। এতে কোনো রাজনৈতিক-কূটনৈতিক ইস্যুর ওপর কোনোরকম তথ্য থাকলে তাকে ব্যাপক প্রশ্নবাণে জর্জরিত হতে হবে। সিপিজে গত ১৭ এপ্রিল তাদের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করেছে।
সিপিজে আরও উল্লেখ করেছে, ল্যাপটপ কিংবা কম্পিউটারের ডিভাইসে ডিলিট করার নামে কোনোকিছু আড়ালে রাখাও ঠিক হবে না। এমন হলে কাস্টমস অ্যান্ড বোর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা সংশ্লিষ্ট সাংবাদিককে আটক করতে পারে। সিপিজে বলেছে, ট্রাম্প প্রশাসনের নয়া একটি আদেশ জারির পর যুক্তরাষ্ট্রের নাগরিক, গ্রিনকার্ডধারী অথবা ভিসাধারীসহ সবার জন্যই এমন অবস্থা হতে পারে।