গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি'র) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের ২ নেতার উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সমন্বয়ক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান।
দুর্বৃত্তদের হামলায় আহত গোবিপ্রবির সমন্বয়ক ও ছাত্রধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন বলেন, বিকেল ৪ টার দিকে খাবার খাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে গোপালগঞ্জ শহরে আমরা ৩ জন রওনা দেই। শহরের এসএম মডেল স্কুলের সামনে সড়কে পৌঁছালে ১০/১২ জন যুবক আমাদের ঘিরে ফেলে। এ সময় বলে জসিমকে, তুই না? এই কথা বলার পর তারা আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পেছন দিক থেকে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি মারতে থাকে। লোকজন ভিড় করলে চাঁদাবাজ আখ্যা দিয়ে বলে, তোরা চাঁদাবাজি করিস, তোদের চাঁদাবাজি ছোটাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বাইরে বের হবি না, বের হলে তোদের খবর আছে। এসময় আমি ও ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান আহত হই। যারা হামলা চালিয়েছে তাদের চিনি না। তবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে তাদের সাথে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন