বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু তারা সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সীমান্ত হত্যার প্রকৃত বিচার করে ভারত প্রমাণ করুক, তারা আমাদের বন্ধু রাষ্ট্র।
শনিবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মধ্য সিংগীমারী সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত হাসিনুর ইসলামের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে নিহত পরিবারকে সান্ত্বনা দেন ডা. শফিকুর রহমান। হাসিনুর ইসলামের মায়ের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন তিনি।
এর আগে কালীগঞ্জ উপজেলার শৈলমারীর চড় এলাকায় ভুট্টা খেতে হত্যাকাণ্ডের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতীর বাড়িতে গিয়েও তার পরিবারকে সান্ত্বনা দেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের নাগরিকদের ভালোবাসার দায়িত্ব ভারতের। এ দেশের মানুষ ভালোবাসতে জানে, সম্মান দিতে জানে। কিন্তু যদি তার বিপরীতটা হয়, তাহলে মনে রাখবেন – এ দেশের মানুষ ভেঙে, মচকে যাওয়ার পাত্র নয়। এ দেশের মানুষ লড়াই করতে জানে, আপোষ করতে জানে। তবে আমরা লড়াইয়ে যেতে রাজি না। আমরা চাই, বিশ্বের মধ্যে সভ্য দেশ হিসেবে ভারত–বাংলাদেশ উভয়ই উভয়ের সত্যিকারের প্রতিবেশী হোক। একে অন্যকে সম্মান করুক, সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে উঠুক।
উল্লেখ্য, গত বুধবার (১৬ এপ্রিল) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে নিজ জমিতে ঘাস কাটতে গিয়ে বিএসএফ-এর গুলিতে নিহত হন হাসিনুর ইসলাম। তিনি মধ্য সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
বিডিপ্রতিদিন/কবিরুল