ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে প্রতীকী কফিন মিছিল করেছে। রবিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে শাহ আজিজুর রহমান হল পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। এ সময় তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
সমাবেশে বক্তারা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো দোষীদের গ্রেফতার করা হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, কোনো ছাত্র খুন হলে তিন থেকে সাত দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হয়। কিন্তু ইবি প্রশাসনের অদক্ষতা ও উদাসীনতার কারণে তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি। আমরা দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর থেকে আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। পরে ৩ আগস্ট প্রাপ্ত ভিসেরা রিপোর্টে জানা যায়, শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকেই নিরাপদ ক্যাম্পাস ও সাজিদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/জামশেদ