নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট আরও গতিশীল, ব্যবহারকারীবান্ধব ও আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশন তার ওয়েবসাইটটি, আরও গতিশীল, ব্যবহারকারীবান্ধব এবং আধুনিকভাবে গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছে। আজ এর আপডেট কমিশনের সামনে উপস্থাপন করা হয়েছে।
সূত্র : বাসস
বিডি প্রতিদিন/এমআই