ষাটোর্ধ্ব হারুন খা। বয়সের ভারে হারিয়েছেন কর্মক্ষমতা। তার উপর গত তিন বছর আগে স্ট্রোক করে বাম হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে। বড় দুই মেয়ে বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে এ বছর মাদ্রাসা দিয়ে আলিম পরীক্ষা দিয়েছে। গলাচিপা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তার গ্রামের বাড়ি।
অভাবের সংসারে ছেলেকে পড়াশোনার খরচ চালাতেও কষ্ট হয়। দোকানে ২০০ টাকার বিস্কুট নিয়ে অসহায়ের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অসহায় হারুন খা এর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখা। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা পৌরমঞ্চ সংলগ্ন দোকানে হারুন খা এর আয় বৃদ্ধির জন্য বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দোকানে মালামাল কিনে দেওয়া হয়।
হারুন খা বলেন, আমি কল্পনাও করি নাই আমাকে কেউ সাহায্য করবে। আমাকে যারা সাহায্য করছে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করমু।
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মো. মিজানুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘের এটি চলমান উদ্যোগ। প্রতিনিয়তই অসহায় দরিদ্রদের সহায়তা করে আসছে। হারুন খাকে করা এ সহায়তাও একটি চলমান উদ্যোগ। বসুন্ধরা গ্রুপ সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী নিয়ে একসাথে ভালো থাকায় একটি প্রয়াস চালিয়ে আসছে। এ উদ্যোগের সাথে আমি থাকতে পেরে গর্বিত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক অহনা ইফতেখার, যুগ্ম সদস্য সচিব অনন্যা অনু, সদস্য মো. তাওহীদ হোসেন সিফাত, মো. জাহিদ খান, সহকারী শিক্ষক মো. হেমায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাবসহকারী সাজমুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ