ফরিদপুরে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। শুক্রবার বিকেলে শহরের পশ্চিম আলীপুর প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা রাজবাড়ীর সুজন মালিক স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুজন মালিক স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোরাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও একটি ট্রফি এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা ও একটি ট্রফি পুরস্কার হিসেবে দেওয়া হয়।
আলীপুর যুবসমাজের উদ্যোগে এবং ক্রীড়ানুরাগী মাহামুদুল হাসানের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ