আন্তর্জাতিক শ্রমিক দিবসে তীব্র তাপদাহ মোকাবেলায় নারায়ণগঞ্জ শহরের রিকশা চালকদের মাঝে গামছা এবং টুপি বিতরণ করেছে ‘বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলার সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় শতাধিক রিকশাচালকদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত রিকশা শ্রমিকেরা জানান, ‘বসুন্ধরা গ্রুপের কারণে আরও অনেক মানুষের উপকার হয় সেজন্য তাদের জন্য আল্লাহ’র কাছে অনেক অনেক দোয়া করি। তীব্র রোদের কারণে এতোদিন আমাদের রিকশা চালাতে অনেক কষ্ট হতো। এগুলো পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। আমরা মহাখুশি।’
বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ‘শ্রমিক দিবস উপলক্ষে আমরা রিকশাচালকদের মাঝে গামছা এবং ক্যাপ বিতরণ করে তাদের জন্য একটু স্বস্থির ব্যবস্থা করেছি। আগামীতে আরও বড় পরিসরে এই কার্যক্রম করার ইচ্ছা রয়েছে।’
বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির বলেন, ‘রিকশা চালকেরা তীব্র রোদে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করে থাকেন। আমাদের এই উদ্যোগের ফলে তাদের কষ্ট যদি কিছুটাও লাঘব হয় তাহলেই আমাদের এই কার্যক্রম স্বার্থক বলে মনে করি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, সহ-সভাপতি কামাল হোসেন কালিম, যুগ্ম সম্পাদক দীপ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ, সাংবাদিক মেহেদী হাসান সজীব, নাহিন মুজতবা সোহান, ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম সানু প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ