বসুন্ধরা শুভসংঘের কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে শাব্বির এলাহী এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন জাকির মনোনীত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ১৮ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়। এছাড়া ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
উপদেষ্টারা হলেন, গবেষক আহমদ সিরাজ, কাজী মামুনুর রশীদ, নুরুল মোহাইমিন মিল্টন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি প্রভাষক হামিদা খাতুন, প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, মো. ইমদাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খাঁন, সাংগঠনিক সম্পাদক সাদাত আদনান সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুম আলী, অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস রেদোয়ান, দপ্তর সম্পদ আবুল কাসেম, নারীবিষয়ক সম্পাদক মেমতম্বী চনু, নারী ও শিশুবিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহা, সমাজকল্যাণ সম্পাদক মো. মহিউদ্দিন খাঁন।
কার্যকরী সদস্যরা হলেন, আনিকুর রশিদ চৌধুরী, মাইসা খানম, আকাশ আহমেদ, রাজকুমার সৌমেন্দ্র সিংহ ও দানিয়া সবুর। বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। সংগঠনটি রাস্তাঘাটে সৌন্দর্যবর্ধন, আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পথ শিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।