জীবননগরে "জীব বৈচিত্র্যের গুরুত্ব ও রক্ষায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ছাত্র, শিক্ষক, সুশীল ব্যক্তিবর্গ ও উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।।
কালের কণ্ঠের জীবননগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জানান, কৃষি নির্ভর জীবননগর বৈচিত্রময় এক উপজেলা। এ উপজেলা ধান, সবজি, দেশি-বিদেশি ফল চাষে প্রসিদ্ধ। রয়েছে অনেক বিল-বাওড়, পুকুর- জলাশয় যার কারণে বিচিত্র পাখপাখালিতেও ভরপুর।। দিন দিন গড়ে উঠছে শহুরে পরিবেশ, আবাসস্থল আর কলকারখানা। উজাড় হচ্ছে বন। আবার ভরাট হচ্ছে জলাশয়।। প্রতিবছর অতিথি পাখিদের নিরাপদ আবাসস্থল ধ্বংস হচ্ছে। তাছাড়াও দিনে দিনে বাড়ছে পাখি শিকার। যে কারণে এ এলাকার সর্বোত্র জনসচেতনতা সৃষ্টিতে এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে ধ্বংস করে কখনই পেরে উঠবো না, আমরা প্রকৃতিকে লালন করতে পারলে আমরা সুন্দর জীবন পাবো।। বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলার পরিবেশ কর্মী, শিক্ষক ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার বখতিয়ার হামিদ। তিনি বলেন, জীবননগর অঞ্চল আমাদের জেলার জীব বৈচিত্রে ভরপুর, এলাকা, সমুন্নত রাখতে সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এছাড়ার বক্তব্য রাখেন, জীবননগর ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তারেক তার বক্তব্যে বলেন, শুভ সংঘের এ আয়োজন হয়ত জীবননগরে প্রথম, এমন আয়োজনের মাধ্যমে জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি পাবে। বক্তব্য রাখেন উথলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালের সহকারী শিক্ষক মো. আইনাল হক বলেন, প্রাণিকুলের যাদের জায়গা যেখানে তাদের সেখানে থাকলেই প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে।
সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন বলেন, শুভ সংঘের এমন আয়োজন ভবিষ্যতে দেখতে চাই তখন আর চার দেওয়ালের মাঝে নয়, খোলা মাঠে হাজার মানুষের উপস্থিতিতে। বক্তব্য রাখেন জীবননগর ডিগ্রি কলেজের ছাত্র মো. রাজিন হাসান ও মো. হাসিবুল ইসলা হাসান।। উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম, উথলি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, আন্দুলবাড়ীয়া কলেজের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মিল্টন, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমান সুজন, আসাদুজ্জামানসহ প্রমুখ।।
অনুষ্ঠানের সভাপতি শামসুল আলম বলেন, সব কিছু আইন দিয়েই মোকাবেলা করতে হবে তা নয়, জীব বৈচিত্র রক্ষায় আমাদেরকে সামাজিক আন্দোলনের মতো কাজ করে যেতে হবে। আর এ সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে শিক্ষক সমাজও, এ বলে শিক্ষকগণের প্রতি উদাত্ত আহ্বান রাখেন। শুভ সংঘের এমন আয়োজনে অভুতপূর্ব সাড়া দিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।।