ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডস ছাড়াও পৃথিবীর অনেক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে অনার্স বোর্ডের প্রচলন। তবে বাংলাদেশের কোনো মাঠে এমনটা এখনো করা হয়নি। ঘরের মাঠে এমন বিশেষ কিছু দেখতে চান মেহেদি হাসান মিরাজ।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এরপর দিন শেষে টাইগার অলরাউন্ডার জানিয়েছেন, বাংলাদেশেও থাকা উচিত অনার্স বোর্ডের মত কিছু। তাহলে ক্রিকেটাররা নিজেদের অর্জনে আরও উৎসাহ পাবেন।
সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা বেশি ছিল না। চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট পেতে হলে অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একইসাথে লাক ফেভার করতে হবে।’
‘একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম দেখেছি, ভালোই লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি। যেটা বললেন আমাদের এখানে নেই, আমার মনে হয় চালু করা উচিত। যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন।’-যোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ