রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরমান হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তেজগাঁও বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি (বুটেক্স) প্রধান ফটকের পাশে তিনজন দুর্বৃত্ত আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গাজী শামীমুর রহমান বলেন, প্রাথমিক তদন্ত জানা যায়, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় তিনজন দুর্বৃত্ত আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে।
নিহত আরমান মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার আন্দার মানিক গ্রামের দিন মজুর একরাম হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বর্তমানে মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। আরমান তেজগাঁওয়ের দারাজ কোম্পানির গোডাউনে দিনমজুর হিসাবে কাজ করতেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন