ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ সোমবার (২১ এপ্রিল) নিহত হয়েছেন আরও ২৯ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার চিকিৎসকরা জানিয়েছে, শরণার্থী শিবিরের তাঁবুগুলোও হামলায় বাদ যায়নি। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে হত্যার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, নেতানিয়াহুর সরকার হামাসকে চাপ দেওয়ার জন্য জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেফতারের বিবেচনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মাসে গাজায় অন্তত ৫১ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৮৬৯ জন আহত হয়েছেন।
গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু নিখোঁজ মানুষ, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও তাদের কাছে পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। এদিকে, ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম