বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ৪১১ নম্বর কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার প্রায় ৮০ জন সদস্য।
বসুন্ধরা শুভসংঘ জাবিতে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। শিক্ষার্থীদের প্রতি মাসে মেধাবৃত্তি, সামাজিক এবং সাংস্কৃতিক নানা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ইফতারের আগে দেশ ও মানবজাতির জন্য দোয়া পরিচালনা করেন সদস্য স্বাধীন ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শাখা জাবির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, ইফতারে যারা এসেছেন সবাইকে স্বাগতম। মাহে রমজান মাসে আমাদের এই আয়োজন। বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক কাজ করছে। আমরা সামনের দিনে আরো বেশি করে কাজ করতে ইচ্ছুক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালেরকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহদী ইসলাম, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ফাইরুজ জান্নাত, সহ-সভাপতি আশুরা আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সি মোহাম্মদ এহসান আমিন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহজাবিন আফরোজ ও কার্যকরী সদস্য মাঈশা জাঈনসহ অনেকে।
বিডি প্রতিদিন/কেএ