ফ্যাসিস্ট সরকারে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের দেহরক্ষী ও একাধিক হত্যা অস্ত্র মামলার আসামি মাসুম বিল্লাহকে আহবায়ক করে রূপসা উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসী মাসুম বিল্লাহ একই সাথে ক্রস ফায়ারে নিহত খুলনার শীর্ষ সন্ত্রাসী মীনা কামালের ছোট ভাই। এ ঘটনায় শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
ঘোষিত কমিটি প্রত্যাখান করে বুধবার ক্ষুব্ধ নেতাকর্মীরা রূপসায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষিত এই কমিটি বাতিলের দাবি জানানো হয়।
রূপসা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ গাজী জানান, দীর্ঘ ১১ বছর ধরে আওয়ামী সরকারের মামলা-হামলা, নির্যাতনের শিকার হয়েও শক্ত হাতে উপজেলা শ্রমিক দলকে সুসংগঠিত রেখেছি। আমার নামে এখনও ৫টি মামলা চলমান আছে। কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট সরকারে দোসররা নিজেদেরকে রক্ষা করতে অর্থের বিনিময়ে কমিটিতে ঢুকে বিতর্কিত করার চেষ্টা করছে।
তিনি আরো জানান, ১৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত জেলা শ্রমিক দলের সভাপতির একক স্বাক্ষরিত ২১ সদস্যের রূপসা শ্রমিক দলের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের দেহরক্ষী ও একাধিক অস্ত্র হত্যা মামলার আসামি সন্ত্রাসী মাসুম বিল্লাহকে। সদস্য সচিব করা হয়েছে চিংড়ি ব্যবসার আড়ালে লুটপাটকারী আবু সাঈদ গাজীকে। বিতর্কিত যে কমিটি দেওয়া হয়েছে সেখানে জেলা সাধারণ সম্পাদক ইসমাইল শেখের কোনো স্বাক্ষর নাই। তার সাথে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে অবগত নন বলে জানান।
এদিকে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিতর্কিত এই কমিটি বাতিলের জোর দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল