মেটা ও ওকলি তাদের পরবর্তী স্মার্ট গ্লাসের জুটি ঘোষণা করেছে। ওকলি-মেটা এইচএসটিএন মডেলটির দাম পড়বে ৪৯৯ ডলার (প্রায় ৫৯,৪০০ টাকা)। জানা গেছে, ১১ জুলাই থেকে এটি প্রি-অর্ডার করা যাচ্ছে। ঘোষণাকৃত বিদ্যমান স্মার্ট গ্লাসটি মেটা রে-ব্যান গ্লাসের মতোই, ওকলি মডেলেও একটি সামনের ক্যামেরা, ওপেন-ইয়ার স্পিকার এবং ফ্রেমে বিল্ট-ইন মাইক্রোফোন রয়েছে। একটি ফোনের সঙ্গে যুক্ত করার পর এই গ্লাসগুলো গান বা পডকাস্ট শুনতে, ফোন কল করতে বা মেটা এআই-এর সঙ্গে চ্যাট করতে ব্যবহার করা যাবে।
অনবোর্ড ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করে, মেটা এআই ব্যবহারকারী যা দেখছেন সে সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে এবং এমনকি ভাষা অনুবাদও করতে পারবে। ওকলির ডিজাইনে মেটা এই নতুন গ্লাসগুলোকে ক্রীড়াবিদদের জন্য বিশেষভাবে তৈরি করেছে। এগুলোর আইপিএক্স ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে এবং মেটা রে-ব্যানের চেয়ে দ্বিগুণ ব্যাটারি লাইফ সরবরাহ করে, যা ৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। চার্জিং কেস ব্যবহার করে ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ দেওয়া যাবে।
বিডি প্রতিদিন/এমআই