সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই মাস নিয়ে কটূক্তির অভিযোগে বগুড়ায় আশরাফুল আলম তানজিল (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানজিল একই এলাকার মোন্তেজার রহমানের ছেলে। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেফতার তানজিল জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই মাস নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। গ্রেফতারের সময় তানজিলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাতে ওই কটূক্তির প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই