কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে হার্ডওয়্যার উদ্ভাবনের লক্ষ্যে আইফোনের নকশাকার জনি আইভকে যুক্ত করছে ওপেনএআই। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আইভের নতুন স্টার্টআপ ‘আইও’ অধিগ্রহণ করেছে।
বুধবার (২২ মে) এক যৌথ বিবৃতিতে ওপেনএআই ও আইও জানায়, এই চুক্তির মাধ্যমে ওপেনএআইয়ের ডিজাইন ও সৃজনশীল কার্যক্রমে নেতৃত্ব দেবেন স্যার জনি আইভ।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে এমন এক পণ্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা মানুষের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে।’
এই ঘোষণার পরপরই অ্যাপলের শেয়ারমূল্য ২ শতাংশের বেশি কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি প্রযুক্তি জগতে নতুন প্রতিযোগিতার সূচনা করল, যেখানে অ্যাপলের এআই উদ্ভাবন তুলনায় ধীরগতির।
আইভ অ্যাপলে ৩০ বছরের বেশি সময় কাজ করেছেন। তাঁর ডিজাইন করা আইফোন, আইপড ও আইম্যাক বিশ্বের প্রযুক্তি পণ্যের ইতিহাসে নতুন ধারা তৈরি করে। ২০১৯ সালে অ্যাপল ছাড়ার পর তিনি ‘লাভফ্রম’ নামে নিজস্ব ডিজাইন প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা এয়ারবিএনবি ও মনক্লারের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছে।
২০২৩ সালে আইভ নতুন স্টার্টআপ ‘আইও’ গঠন করেন, যা শুরু থেকেই ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিল।
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নতুন প্রজন্মের প্রযুক্তিপণ্য উদ্ভাবন, প্রকৌশল ও উৎপাদন বাস্তবায়নে আমাদের একটি সম্পূর্ণ নতুন প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, আগেই ওপেনএআই ‘আইও’র ২৩ শতাংশ মালিকানা নিয়েছিল। সর্বশেষ চুক্তিতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ধরা হয়েছে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার (৪ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড)। তবে আইভের ‘লাভফ্রম’ স্বাধীনভাবেই কাজ করবে।
চুক্তি ঘোষণার ভিডিওতে স্যার জনি আইভ বলেন, ‘আমরা এমন এক সময়ের মুখোমুখি, যেখানে প্রযুক্তির এক নতুন যুগ শুরু হতে চলেছে।’
২০২২ সালে ওপেনএআই যখন চ্যাটজিপিটি উন্মোচন করে, তখন থেকেই প্রতিষ্ঠানটি বৈপ্লবিক এআই উদ্ভাবনে নেতৃত্ব দিয়ে আসছে। এখন হার্ডওয়্যার খাতে প্রবেশের মাধ্যমে মেটা, গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় নামল ওপেনএআই।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো যেখানে স্মার্টগ্লাস ও হেডসেট প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে, ওপেনএআইও সে দিকেই এগোচ্ছে—জনি আইভের নেতৃত্বে।
সূত্র: ব্লুমবার্গ
বিডি প্রতিদিন/আশিক