পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও লালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা-সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
অন্য দুইজন হলেন—উপজেলা মৎস্য লীগের সদস্য সচিব মো. খায়রুল আমিন তালুকদার এবং ধানখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা।
‘ডেভিল হান্ট’ নামক এক বিশেষ অভিযানে পুলিশ শুক্রবার রাতের দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পরে শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, সম্প্রতি বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক