কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাতে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তাদের ফেরত নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর তাদের সকলকে স্বস্ব পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশী ২৪ নারী-পুরুষ ও শিশুদেরকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদেরকে ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে।
ভারত থেকে ফেরত আসা ওই ২৪ জনের মধ্যে ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের ৬ জন, দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের ৬ জন, আরাজী নেওয়াশী গ্রামের ৬ জন, ভাঙ্গামোড় বটতলা গ্রামের ৫ জন এবং নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের একজন।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নাগরিকদেরকে ফেরত আনা হয়েছে। পরে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল