ব্যাপক উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মহালছড়িতে বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় মহালছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এমএন আবছার।
উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১২টি দল নিয়ে ২০ জানুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টটি আয়োজন করে ওয়াদুদ ফাউন্ডেশন মহালছড়ি। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে গ্রুপ পর্ব, নকআউট পর্ব, সেমিফাইনাল পর্ব অতিক্রম করে ফাইনালে উঠে উপজেলার দুই ফুটবল পরাশক্তি মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদ ও মহালছড়ি অর্ণিবান ক্লাব।
ব্যাপক সংখ্যক দর্শকের উপস্থিতিতে হার না মানা লড়াইয়ের মাধ্যমে চরম উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন মহালছড়ি অর্ণিবান ক্লাব।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও ফাইনালের সেরা খেলোয়াড় হন তানবির হোসেন। সেরা গোলকিপার নির্বাচিত হন তানুমং মারমা। সেরা গোলদাতা যৌথভাবে নির্বাচিত হয়েছেন মো. জুয়েল, মো. জাহিদ, ক্যজরি মারমা ও জুয়েল রানা।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, মো. আবু তালেব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলভাবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। খাগড়াছড়ির প্রতিটি উপজেলায় ওয়াদুদ ফাউন্ডেশনের এমন আয়োজন যুব সমাজসহ পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষকে উজ্জীবিত করেছে। অনুষ্ঠানে অতিথিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল