দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো বিয়ের দিনক্ষণ ঘোষণা না হলেও, আগামী বছর বিশ্বকাপের পর হতে পারে এই তারকা দম্পতির বহুল প্রতীক্ষিত রাজকীয় বিয়ে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো শুধু মাঠের ফুটবল নয়, ব্যক্তিজীবনের নানা দিক নিয়েও খোলামেলা কথা বলেছেন।
সাক্ষাৎকারে রোনালদো জানান, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তার কনিষ্ঠ দুই সন্তান। দামি আংটি কেনার পর তারা বাবাকে অনুরোধ করেছিল, যেন তিনি জর্জিনাকে প্রস্তাব দেন।
রোনালদোর ভাষায়, 'আমি মনে করি এটা সঠিক সময়, শুধু ও (জর্জিনা) আমার সন্তানদের মা বলেই নয়, বরং ও আমার জীবনের ভালোবাসা। এটা সত্যিই সঠিক মুহূর্ত।'
২০২২ সালে তাদের যমজ সন্তানের একজন মৃত জন্ম নেওয়ার করুণ অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই পর্তুগিজ তারকা। রোনালদো বলেন,'সম্ভবত ওই সময়েই আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সেটা ছিল খুব কঠিন সময়, কিন্তু একই সঙ্গে শিক্ষণীয়ও। জীবনের এক নতুন দৃষ্টিকোণ দেখেছি। আমার মেয়ে বেলা এখন তিন বছরের। সে পরিবারের রানী, যে আমাদের ঘরে আনন্দ আনে। আমরা আশীর্বাদপ্রাপ্ত এক পরিবার, এতে আমি গর্বিত।'
জর্জিনাকে জীবনের সেরা সঙ্গী হিসেবে উল্লেখ করে রোনালদো বলেন, “জিও অনন্য। ও আমার যত্ন নেয়, পরিবার আর বাড়ির দায়িত্ব সামলায় যা বিশাল কাজ। কেউ যদি উল্টোটা আশা করে, সেটা সম্ভব নয়। পুরুষরা তা পারে না। ও-ই সেই মানুষ, যে আমাকে বোঝে এবং আমার পরিবারের যত্ন নেয়। আমি জীবনে এমন কাউকেই খুঁজছিলাম।'
সাক্ষাৎকারের প্রথম অংশটি প্রকাশিত হয়েছে গতকাল (৪ নভেম্বর)।
বিডি প্রতিদিন/মুসা