দীর্ঘ বিরতির পর আবারও স্পিড গানের সুরে ঝড় তুলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা আনরিখ নরকিয়া। চোটের কারণে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে পুরোপুরি ফিট হয়ে ফিরছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে, ডারবানের দল ডলফিন্সের হয়ে। টুর্নামেন্টটি শুরু হচ্ছে বুধবার, আর ডলফিন্সের প্রথম ম্যাচ শনিবার। সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন নরকিয়া।
নরকিয়ার শেষ ম্যাচ ছিল আইপিএলে, সেখানে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন। তার আগে ও পরে বারবার চোটে পড়ায় মাঠের বাইরে থাকতে হয়েছে এই স্পিডস্টারকে। গত ডিসেম্বরে আবু ধাবি টি-টেনে অংশ নেওয়ার পর থেকে তিনি সব ধরনের ক্রিকেট মিলিয়ে খেলেছেন কেবল সেই দুটি আইপিএল ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে নরকিয়াকে শেষ দেখা গিয়েছিল প্রায় দেড় বছর আগে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেই আসরে অসাধারণ বোলিংয়ে তিনি দলের অন্যতম নায়ক হলেও এরপর চোটের কারণে আর দেশের হয়ে মাঠে নামা হয়নি। সবশেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে, আর টেস্টে তার শেষ উপস্থিতি প্রায় তিন বছর আগে।
গত মৌসুমে প্রোটিয়া নির্বাচক কমিটি তাকে টেস্ট দলে ফেরানোর পরিকল্পনা করলেও পায়ের অগ্রভাগের চোটে ছিটকে পড়েন। সেই চোট কাটিয়ে উঠতেই আবারও পিঠের চোটে পড়েন তিনি। ক্যারিয়ারজুড়ে একের পর এক ইনজুরিতে ভুগে থেমে গেছে তাঁর ধারাবাহিকতা। এমনকি গত মৌসুমের এসএ টোয়েন্টিতেও খেলা হয়নি তার।
তবে এবার সেই দুঃসময় পেছনে ফেলে মাঠে ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছেন নরকিয়া। সামনে রয়েছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যদিও তিনি আপাতত শুধু ফিরেই আনন্দিত।
নরকিয়া বলেন,“ব্যক্তিগত ও দলীয়ভাবে মাঠে ফেরাটা দারুণ অনুভূতি। আমি সবসময় ইতিবাচক, উজ্জীবিত ও রোমাঞ্চিত থাকি। কিন্তু পুনর্বাসনের শেষ পর্যায়ে এসে অপেক্ষাটা আরও কঠিন হয়ে যায়, কারণ জানা থাকে মাঠে নামার সময় ঘনিয়ে এসেছে।”
এক মাসব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল, প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।
বিডি প্রতিদিন/মুসা