মেহেরপুর সদর উপজেলার ছেউটিয়া ও কাজলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ২২০০ মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিস।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুন্নাহার আঁখি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার এআরবি কলেজসংলগ্ন ছেউটিয়া নদী থেকে অভিযান শুরু করে আমঝুপি কুঠিবাড়ি কাজলা নদী পর্যন্ত ৫৮টি (২২০০ মিটার) চায়না দুয়ারি জাল, ২টি ভেসাল জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা বলেন, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করার লক্ষ্যে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেখানে অসাধু ব্যক্তিরা অবৈধভাবে চায়না দুয়ারি জাল ফেলে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারকৃত এ সমস্ত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযান চলাকালে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, সদর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি