নাপোলির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে কেভিন ডি ব্রুইনে চোটের খবর। ডান ঊরুর ইনজুরিতে পড়েছেন এই বেলজিয়ান মিডফিল্ডার, এতে তিনি দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত শনিবার সেরি আয় ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরপরই ডে ব্রুইনে চোট অনুভব করেন। ৩৩তম মিনিটে গোল করার কয়েক মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচটি শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে জিতে শীর্ষে ফেরে নাপোলি।
চোট পাওয়ার পরই ৩৪ বছর বয়সী এই তারকাকে হাসপাতালে নেওয়া হয়। সোমবার এক বিবৃতিতে নাপোলি জানায়, স্ক্যান রিপোর্টে ডে ব্রুইনের ডান ঊরুতে গুরুতর ইনজুরি ধরা পড়েছে।
যদিও ক্লাব আনুষ্ঠানিকভাবে তাঁর পুনরাগমনের সময়সীমা জানায়নি, ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর—তিন থেকে চার মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে।
ম্যানচেস্টার সিটিতে টানা ১০ বছর কাটিয়ে গত গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে নাপোলিতে যোগ দেন ডে ব্রুইনে। নতুন ক্লাবে যোগ দিয়েই প্রথম ম্যাচে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে নজর কাড়েন তিনি।
চলতি মৌসুমে সেরি আয় আট ম্যাচে চারটি গোল করেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নাপোলির হয়ে তিন ম্যাচ খেলেছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা