গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারীসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাাঁচ জন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর ও ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়া এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাড়িয়াল গ্রামের সাহাবুদ্দিন শেখের ছেলে মো. জসিম শেখ (২৩) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে আলমগীর লস্কর (৫৫)। তবে প্রাথমিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের চর পাথালিয়ায় এলাকায় দাঁড়িয়ে ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক দাঁড়িয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের ভেতরে থাকা জসিম শেখ গুরুতর আহত হন। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
অন্যদিকে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুরে বাসের ধাক্কায় আলমগীর লস্কর নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আলমগীর নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন।
ওই সময় পিরোজপুর থেকে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে আলমগীর মারা যান। এছাড়া বাসা থাকা পাঁচ যাত্রী আহত জন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, স্থানীয়দের কাছ থেকে খরর পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এর আগে বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল