প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফের মাঠে নামছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৪ সালের ডিসেম্বরে, সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৬ রান করেও পাকিস্তান হার এড়াতে পারেনি।
আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাবরের প্রতিপক্ষ আবারও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
বর্তমানে বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪,২২৩ রান করেছেন ১২১ ইনিংসে। সর্বোচ্চ রানধারী ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা ১৫১ ইনিংসে করেছেন ৪,২৩১ রান। অর্থাৎ মাত্র ৯ রান করলেই বাবর রোহিতকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে উঠবেন। এবং তা ৩০ ইনিংস কম খেলেই।
বাবর আজমের পারফরম্যান্স রোহিত শর্মার সঙ্গে তুলনা করলে দেখা যায়, বাবরের ব্যাটিং গড় ৩৯.৮৩, যা রোহিতের ৩২.০৫-এর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। স্ট্রাইক রেটের দিক থেকে রোহিত এগিয়ে আছেন ১৪০.৮৯-এর সঙ্গে, বাবরের স্ট্রাইক রেট ১২৯.২২। সেঞ্চুরির সংখ্যা রোহিতের দিকে বেশি, ৫টি সেঞ্চুরির বিপরীতে বাবরের তিনটি। তবে ফিফটির ক্ষেত্রে বাবর রোহিতকে ছাড়িয়ে ৩৬টি ফিফটির অর্জন করেছেন, যেখানে রোহিতের ফিফটির সংখ্যা ৩২টি।
তৃতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি, তিনি ১১৭ ইনিংসে ৪,১৮৮ রান করেছেন। কোহলির ব্যাটিং গড় শীর্ষ পাঁচের মধ্যে সবচেয়ে বেশি ৪৮.৬৯।
রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই বাবর আজমের কাছে শীর্ষস্থানে উঠে যাওয়ার সুযোগ যথেষ্ট। মাত্র ৯ রান করলেই তিনি ইতিহাসে নাম লেখাতে পারবেন এবং বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে আরও এক ধাপ এগোবেন।
বিডি প্রতিদিন/মুসা