বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আনন্দ র্যালি করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদল। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
মান্নান বলেন, যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, যুবদল মানবতার প্রতীক। রক্তদান মানে শুধু একজনের জীবন বাঁচানো নয়, এটি মানবতার সেবা এবং মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। যুবসমাজের দায়িত্ব শুধু পরিবর্তনের স্বপ্ন নয় বরং সেই পরিবর্তনে নিজেদের ভূমিকা রাখাই মূখ্য বিষয়। অনুষ্ঠানে যুবদলের ভূয়সী প্রশংসা করেন বিএনপির এই নেতা।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য নোবেল মীর, হারুন অর রশীদ, আরিফুল ইসলাম বাবু, ইয়ামিম মোল্লা ও আদনান শরীফ প্রমুখ।
রক্তদান কর্মসূচি শেষে বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ র্যালিতে যোগদান করেন। আনন্দ র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া পেট্রল পাম্প থেকে ঢাকা-চট্রগাম মহাসড়ক প্রদক্ষিণ করে আল-মদিনা সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই