দীর্ঘদিন পর চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন দানি কার্ভাহাল। কিন্তু প্রত্যাবর্তনের আনন্দ বেশিদিন স্থায়ী হলো না রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের। হাঁটুর নতুন চোটে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি, এবং এবার তার অস্ত্রোপচার করাতে হবে।
গত ২৭ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হারের ম্যাচে পায়ের পেশিতে চোট পান কার্ভাহাল। প্রায় এক মাস বিশ্রামে থাকার পর গত রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হিসেবে মাঠে নামেন ৭২তম মিনিটে। ওই ম্যাচে দারুণ পারফরম্যান্সে ২-১ ব্যবধানে জয় পেয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করে রিয়াল মাদ্রিদ।
তবে ম্যাচ চলাকালীন কিছুটা অস্বস্তি বোধ করেন এই স্প্যানিশ ডিফেন্ডার। পরদিন, অর্থাৎ সোমবার, তার মেডিকেল পরীক্ষা করানো হলে ডান হাঁটুর জয়েন্টে নতুন সমস্যার বিষয়টি ধরা পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্লাবটি।
যদিও চোটটি গুরুতর নয়, তবু চলতি মৌসুমে ২০২৫ সালের আগে কার্ভাহালকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নির্দিষ্ট করে ফেরার সময় জানানো হয়নি, তবে ইএসপিএন জানিয়েছে আগামী বছরের শুরুতেই মাঠে ফিরতে পারেন তিনি।
৩৪তম জন্মদিনের দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন চোট কার্ভাহালের ক্যারিয়ার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে সমর্থকদের মাঝে।
এরই মধ্যে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে আছে জাবি আলোনসোর দল। লিগে ১০ ম্যাচে ৯ জয় ও ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে।
বিডি প্রতিদিন/মুসা